কালের স্বাক্ষী বহনকারী আড়িয়াল খাঁ নদীর তীরে গড়ে উঠা বেলাব উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো চর উজিলাব ইউনিয়ন । কাল পরিক্রমায় আজ চর উজিলাব ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।বেলাব উপজেলার সবুজ শ্যামল পরিবেশে অবস্থিত চর উজিলাব ইউনিয়ন। উন্নত যোগাযোগব্যবস্থা ও অবস্থানগত কারণে এ ইউনিয়নে কৃষি, ক্রীড়া ওসংস্কৃতিতে এক সমৃদ্ধ ইউনিয়ন হিসাবে আত্মপ্রকাশ করেছে।এ ইউনয়নের উত্তরে বেলাব উপজেলার আমলাব ইউনিয়ন, পূর্বে দিকে বেলাব উপজেলার সল্লাবাদ ইউনিয়ন, দক্ষিণে বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়ন এবং পশ্চিমে রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়ন । বিশ্বায়নের অগ্রগতির জন্য মাননীয় প্রধান মন্ত্রির ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য প্রতিটি ইউনিয়নে ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের মাধ্যমে গতিশীলতা আনয়নের মাধ্যমে দ্রুত জনগগণকে উন্নত সেবা প্রদান নিশ্চিত করতে নরসিংদী জেলা প্রশাসনে ডিজিটাল পদ্ধতিতে কার্যক্রম গ্রহণের পদক্ষেপ গ্রহণ করা হচেছ। সমৃদ্ধ এ ইউনিয়নে ওয়েব পোর্টালে চেয়ারম্যানের ও ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ওস্বাগতম।
১ | চর উজিলাব ইউনিয়নের সীমানা | ইউনয়নের উত্তরে বেলাব উপজেলার আমলাব ইউনিয়ন, পূর্বে দিকে বেলাব উপজেলার সল্লাবাদ ইউনিয়ন, দক্ষিণে বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়ন এবংপশ্চিমে রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়ন। | |
২ | বেলাব উপজেলা থেকে দূরত্ব | সড়কপথে৩.৫কি:মি:।
| |
৩ | আয়তন | ৬.০৩ কি:মি: | |
৪ | জনসংখ্যা | ১৫০১৫জন (প্রায়) (২০১১সালের আদম শুমারি অনুযায়ী) | |
৫ | গ্রামের সংখ্যা | ০৯টি
| |
৬ | মৌজার সংখ্যা | ০২টি(আরএস)
| |
৭ | হাট বাজারের সংখ্যা | ০৫টি
| |
৮ | ভোটার সংখ্যা | ১০,২৫০জন
| |
৯ | ভোট কেন্দ্রের সংখ্যা | ০৮টি
| |
১০ | শস্য নিবিড়তা | ১৯৬%
| |
১১ | প্রাথমিক বিদ্যালয় | ০৫টি
| |
১২ | মাধ্যমিক বিদ্যালয় | ০৩টি
| |
১৩ | কিন্ডার গার্ডেন | ০৩ টি | |
১৫ | শিক্ষার হার | ৬৭% |
|
১৬ | হাসপাতালের সংখ্যা | নাই
| |
১৭ | মসজিদের সংখ্যা | ০৯টি
| |
১৮ | মন্দিরের সংখ্যা | ০১টি
| |
১৯ | ইউ: ভূমি অফিসের সংখ্যা | ০১টি | |
২০ | পোষ্ট অফিস | মূল০১টি শাখা ০১ টি | |
২১ | দর্শনীয় স্থান | ০১টি |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস