Wellcome to National Portal

চর উজিলাব ইউনিয়ন পরিষদে আপনাকে স্বাগতম।। বিনা ফি’তে জন্ম ও মৃত্যুর ৪৫ দিনের মধ্যে নিবন্ধন করুন।। বসত বাড়ির উপর ধার্যকৃত কর পরিশোধ করুন, ইউনিয়ন এর উন্নয়নে সহযোগিতা করুন। বাল্য বিবাহ রোধ করুন।। আঠারো এর আগে বিয়ে নয়, বিশ এর আগে সন্তান নয়। দুটি সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয়।। গাছ লাগান পরিবেশ বাঁচান।। আপনার সন্তানকে স্কুলে পাঠান।।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
বারৈচা কাচাঁমাল বাজার
বিস্তারিত

 

 বারৈচা বাজার :দেশের বৃহৎতম সবজি উৎপাদন এলাকা হিসেবে পরিচিত নরসিংদী জেলার বেলাব উপজেলার বারৈচা সবজি বাজার। নরসিংদীর বেলাবতে ঢাকা- সিলেট মহাসড়কেই বসে এ সবজির হাট।স্থানীয়দের সাথে আলোচনা করে জানাযায় এখানে প্রচুর পরিমানে সবজি ওঠে যে বাজারের  স্থান সংকুলতায় কারনে কৃষকরা বাধ্য হয়ে মহাসড়কে পর্যন্ত সবজি নিয়ে বিক্রির উদ্দেশ্যে অবস্থান নেয়। বাংলাদেশের অন্যতম সবজি উৎপাদনকারী এলাকা নরসিংদীর বেলাব ও রায়পুরা উপজেলার চরউজিলাব, দেওয়ানেরচর,বারৈচা, নারায়নপুর, মাহমুদাবাদ, পিরিচকান্দি, শিবপুর, চরধুকুন্দি, উত্তরবাখরনগর,যশোর, মরজাল, লক্ষিপুর, দুলালকান্দি সহ প্রায় অর্ধশতাধিক গ্রামের কৃষকরা তাদের উৎপাদিত সবজি বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসে বারৈচা বাজারে। এখান থেকে ঢাকা শহরের বিভিন্ন স্থান তথা কাওরান বাজার, যাত্রাবাড়ী সহ বিভিন্ন বা জারের পাইকাররা এখান থেকে সবজি ক্রয় করে নিয়ে যায়। এ বাজারের সবজির একটা অংশ বিদেশেও রপ্তানী করা হয়ে থাকে বলে জাতীয় অর্থনীতিতেও এর গুরুত্ব অপরিসীম।

আমাদের পোর্টালে কোন ভূল তথ্য থাকলে সহযোগিতা করার জন্য অনুরোধ করছি। তোফাজ্জল হোসেন 01874489751,  tofazzalhossain1999@gmail.com