Wellcome to National Portal

চর উজিলাব ইউনিয়ন পরিষদে আপনাকে স্বাগতম।। বিনা ফি’তে জন্ম ও মৃত্যুর ৪৫ দিনের মধ্যে নিবন্ধন করুন।। বসত বাড়ির উপর ধার্যকৃত কর পরিশোধ করুন, ইউনিয়ন এর উন্নয়নে সহযোগিতা করুন। বাল্য বিবাহ রোধ করুন।। আঠারো এর আগে বিয়ে নয়, বিশ এর আগে সন্তান নয়। দুটি সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয়।। গাছ লাগান পরিবেশ বাঁচান।। আপনার সন্তানকে স্কুলে পাঠান।।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইউনিয়ন পরিষদের কার্যাবলী

ইউনিয়ন পরিষদের কার্যাবলীঃ


১। পাঁচশালা ও বিভিন্ন মেয়াদী উন্নয়ন পরিকল্পনা তৈরী।

২। পল্লী আবকাঠামো উন্নয়ন, সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ।

৩। শিক্ষা এবং প্রাতমিক ও গণশিক্ষা কার্যক্রম সম্পর্কিত।

৪। স্বাস্থ ,পরিবার পরিকল্পনা সম্পর্কিত কার্যক্রম বাস্তবাযন।

৫। কৃষি, মত্স ও পশুসম্পদ ও অন্যন্য অর্তনৈতিক উন্নয়নে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহন।

৬। মহামারী নিয়ন্ত্রন ও দুর্যোগ ব্যবস্থাপনায়  প্রয়োজনীয় কার্যক্রম গ্রহন।

৭।কর, ফি, টোল, ফিস ইত্যাদি ধার্যকরণ ও আদায়।

৮। পারিবারিক বিরোধ নিরমন, নারী ও শিশু কল্যাণ সম্পর্কিত প্রয়োজনীয় কার্যক্রম সম্পাদন।

৯। খেলাধুলা, সামাজিক উন্নতি সংস্কৃতি ইত্যাদি কার্যক্রমে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন ও সহযোগিতা প্রদান।

১০। পরিবেশ উন্নয়ন ও সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।

১১। আইন শৃংখলা রক্ষায় সরকারের অর্পিত দায়িত্ব পালন ও প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ।

১২। জন্ম-মৃত্যু নিবন্ধীকরণ।

১৩। সরকারী স্থান, উন্মুক্ত জায়গা উদ্যান ও খেলার মাঠের হেফাজত করা।

১৪। ইউনিয়ন পরিষদের রাস্তায় ও সরকারী স্থানে বাতি জালানো।

১৫। বৃক্ষরোপণ ও সংরক্ষণ এবং বৃক্ষসম্পদ চুরি ও ধ্বংস প্রতিরোধ।

১৬।কবরস্থান, শ্মশান, জনসাধারনের সভার স্থান ও অন্যান্য সরকারী সম্পত্তির রক্ষনাবেক্ষন ওপরিচালনা।

১৭। জনপথ, রাজপথ ও সরকারি স্থানে অনধিকার প্রবেম রোধ এবং এই সব স্থানে উত্পাত ও তাহার কারণ বন্ধ করা।

১৮।জনপথ ও রাজপথের ক্ষতি, বিনষ্ট বা  ধ্বংস প্রতিরোধ করা।

১৯।গোবর ও রাস্তার আর্বজনা সংগ্রহ, অপসারণ ও পুনঃনির্মাণ এবং পশু জবাই নিয়ন্ত্রণ ।

২০।অপরাধমূলক ও বিপদজনক ব্যবসা নিয়ন্ত্রণ।

২১।মৃত পশুর দেহ অপসারণ ও নিয়ন্ত্রণ এবং পশু জবাই নিয়ন্ত্রণ।

২২।ইউনিয়নের নতুন বাড়ি, দালান নির্মাণ ও পনঃনির্মাণ এবং বিপদজ্জনক দালান নিয়ন্ত্রণ।

২৩।কূয়া, পানি তোলার কল, জলাধার, পুকুর এবং পানি সরবরাহের অন্যান্য উত্সবের ব্যবস্থাপনা ও সংরক্ষন।

২৪।খাবার পানির জন্য সংরক্ষীত কূপ, পুকুর বা পানি সরবরাহের অন্যান্য গাছ ভিজানো নিসিদ্ধ বা নিয়ন্ত্রণ করা।

২৫। খাবার পানির জন্য সংরক্ষিত কূপ, পুকুর বা নিকটবর্তী স্থানে গোসল, কাপড় কাচা বাপশু গোসল করানো নিষিদ্ধ বা নিয়ন্ত্রণ করা।

২৬। পুকুর বা পানি সরবরাহের অন্যান্য স্থানে শন, পাট বা অন্যান্য গাছ ভিজানো নিষিদ্ধ বা নিয়ন্ত্রণ করা।

২৭। আবাসিক এলাকার মধ্যে চামড়া রং করা বা পাকা করা নিষিদ্ধ বা নিয়ন্ত্রণ করা।

২৮। আবাসিক এলাকার মাটি খনন করিয়া পাথর বা অন্যান্য বস্তু উত্তোলন নিষিদ্ধ বা নিয়ন্ত্রণ করা।

২৯। আবাসিক এরাকায় ইট, মাটির পাত্র বা অন্যান্য ভাটি নির্মাণ নিষিদ্ধ বা নিয়ন্ত্রণ করা।

৩০। অগ্নি, বন্যা, শলাবৃষ্টিসহ ঝড়, ভূমিকম্প বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলারয় প্রয়োজনিয় তত্পরতা গ্রহন।

৩১। বিধবা, এতিম, গরীব ও দুঃস্থ  ব্যক্তিদের তালিকা সংরক্ষন এ সাহায্য করা।

৩২। সমবায় আন্দোলন ও গ্রামীণ শিল্পের উন্নয়ন ও উত্সাহ প্রদান।

৩৩।বাড়তি খাদ্য  উত্পাদনের ব্যবস্থা গ্রহন্

৩৪।গবাদিপশুর খোয়াড় নিয়ন্ত্রণ ও রক্ষনাবেক্ষণের ব্যবস্থা করা।

৩৫।প্রাথমিক চিকিত্সা কেন্দ্রের ব্যবস্থা  করা।

৩৬। ইউনিয়নের বাসিন্দাদের নিরাপত্তা, আরাম- আয়েশ বা সুযোগ সুবিধার জন্য প্রয়োজনীয় অন্যান্য ব্যবস্থা করা।

৩৭। ই-হভর্ণেন্স  চালু ও উত্সাহিতকরন।

৩৮। ইউনিয়ন পরিষদের মত সদৃশ কাজে নিয়জিত অন্যান্য সংস্থার সাথে সহযোগিতা সম্প্রসারন।

৩৯। সরকার কর্তৃক সময়ে সময়ে আরোপিত দায়িত্বাবলী।


আমাদের পোর্টালে কোন ভূল তথ্য থাকলে সহযোগিতা করার জন্য অনুরোধ করছি। তোফাজ্জল হোসেন 01874489751,  tofazzalhossain1999@gmail.com