ইউনিয়ন পরিষদের অবস্থান:
নরসিংদী জেলা সদর হতে প্রায় ৩০ কি.মি দূরে চর উজিলাব গ্রামে ০.৫০ শতাংশ ভূমিতে চর উজিলাব ইউনিয়ন পরিষদ অবস্থিত। চর উজিলাব ইউনিয়ন পরিষদ ০৩রা এপ্রিল, ২০০৩খ্রি, স্থাপিত হয়। চর উজিলাব ইউনিয়নের মোট আয়তন প্রায় ৬.৭৩ কিলোমিটার। ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন ১৯ জুন, ২০২১ খ্রি. নির্মাণ করা হইয়াছে। এ ইউনিয়নটি আড়িয়াল খাঁ নদীর পাড় ঘেষে গড়ে উঠা একটি চরাঞ্চল। ইউনিয়নের অভ্যন্তরে রাস্তাসমূহ কিছু পাকা ও কিছু আধা-পাকা। জেলা ও উপজেলার সাথে যোগাযোগ ব্যবস্তা রয়েছে। অত্র ইউনিয়নের উত্তরে বেলাব ইউনিয়ন, দক্ষিণে উত্তর বাখরনগন ইউনিয়ন, পূর্বে নারায়ণপুর ইউনিয়ন এবং পশ্চিমে আড়িয়াল খাঁ নদী অবস্থিত। অত্র ইউনিয়নে বসবাসকৃত অধিকাংশ মানুষের পেশা মূলত কৃষিনির্ভর এ ইউনিয়নের লোকজনের আর্থ-সামাজিক অবস্থা ভাল।
০৩। স্থায়ী রেজিষ্টার:
(ক) আয়তন : ৬.৭৩ বর্গ কিলোমিটার।
(খ) অফিসের জমির পরিমান : ৫০ শতাংশ।
(গ) গ্রাম : ৪ টি ।
(ঘ) লোকসংখা : ১৯,৪১৫ জন।
(ঙ) মৌজা : ২ টি
(চ) মোট জমি : ৬৭৩ হেক্টর।
(ছ) মোট খানা : ৩,২১৪ টি
(জ) সর: প্র: বিদ্যালয় : ০৬ টি
(ঝ) মাধ্যমিক বিদ্যালয় : ৪টি
(ঞ) কলেজ : ১ টি
(ট) দাখিল মাদরাসা : নাই
(ঠ) অনাবাদী জমি : ১০ হেক্টর
(ড) এতিমখানা : নাই
(ঢ) শিক্ষার হার : ৮৮%
(ণ) মসজিদ : ২৮টি
(ত) হাট বাজার : ৩টি
(থ) কমিউনিটি ক্লিনিক : ০২টি
(দ) পাকা রাস্তা : ২১ কি.মি
(ধ) কর্মরত এনজিও : ১৪ টি
(ন) বানিজ্যিক ব্যাং : ২টি
(প) আবাদি জমি : ৬০০ হেক্টর
(ফ) পরিবার কল্যাণ কেন্দ্র : নাই
(ব) আশ্রয়ণ প্রকল্প : নাই
(ভ) ইউ: ভূমি অফিস : নাই
(ম) ডাকঘর : ২ টি
স্থায়ী রেজিস্টার যথাযথ ভাবে সংরক্ষিত আছে। যাবতিয় তথ্য হালনাগাদ লিপিবদ্ধ রাখার জন্য সহযোগিতা করুন
চর উজিলাব ইউনিয় পরিষদ, তোফাজ্জল হোসেন, 01874489751, 01712184423
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস