Wellcome to National Portal

চর উজিলাব ইউনিয়ন পরিষদে আপনাকে স্বাগতম।। বিনা ফি’তে জন্ম ও মৃত্যুর ৪৫ দিনের মধ্যে নিবন্ধন করুন।। বসত বাড়ির উপর ধার্যকৃত কর পরিশোধ করুন, ইউনিয়ন এর উন্নয়নে সহযোগিতা করুন। বাল্য বিবাহ রোধ করুন।। আঠারো এর আগে বিয়ে নয়, বিশ এর আগে সন্তান নয়। দুটি সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয়।। গাছ লাগান পরিবেশ বাঁচান।। আপনার সন্তানকে স্কুলে পাঠান।।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
চর উজিলাব ইউনিয়নের গ্রাম পুলিশ (দফাদার) নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত

গ্রাম পুলিশ(দফাদার) নিয়োগ বিজ্ঞপ্তি

 

স্মারক নংঃ                                                    তারিখঃ১৫-০৩-২০১২ইং

 

 

      এতদ্বারা নরসিংদী জেলার বেলাব উপজেলাধীন চরউজিলাব ইউনিয়ন পরিষদের সর্ব সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,গ্রাম পুলিশ নিয়োগ বিধিমালা, ১৯৬৮ মোতাবেক চউজিলাব ইউনিয়ন পরিষদে শূন্যপদে ০১(এক) জন গ্রাম পুলিশ(দফাদার) নিয়োগ করা হবে।আগ্রহী প্রার্থীকে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে আগামী ২২-০৩-২০১২ ইং তারিখের মধ্যে নিম্ন স্বাক্ষরকারী বরাবর আবেদন করতে হবে।

 

শর্তাবলীঃ

 

১।প্রার্থীকে অবশ্যই এত্র ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে।

২।প্রার্থীর বয়স আগামী  ২২-০৩-২০১২ ইং তারিখে ২০ হতে ৩০ বছরের মধ্যে হতে হবে।

৩।প্রার্থীও উচ্চতা ৫ ফিট ৩ ইঞ্চি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি এবং ওজন সর্বনিম্ন ১০০ পাউন্ড হতে হবে।

৪। শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে অষ্টম শ্রেণী পাস হতে হবে।

৫। আবেদনের সাথে ০৪ (চার) কপি পাসর্পোট সাইজের রঙ্গিন  ছবি (প্রথম শ্রেণীর গেজেটেট কর্মকর্তা সত্যায়িত) সংযুক্ত করতে হবে।

৬। এ নিয়োগ সম্পূর্ণ অস্থায়ী।

৭।কর্তৃপক্ষ/সরকার প্রদত্ত অন্যান্য সকল বিধিমালা অবশ্যই প্রতিপালন করতে হবে।

 

                           

 

 

 

                                                                   চেয়ারম্যান

                                                         চরউজিলাব ইউনিয়ন পরিষদ

                                                               বেলাব, নরসিংদী।

অনুলিপিঃ

 

         ১।জেলা প্রশাসক,নরসিংদী।

         ২।উপজেলা নিবার্হী অফিসার,বেলাব,নরসিংদী।

         ৩।থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা,বেলাব।

 

 

                                                                  চেয়ারম্যান

                                                      চরউজিলাব ইউনিয়ন পরিষদ

                                                             বেলাব, নরসিংদী।

ডাউনলোড

আমাদের পোর্টালে কোন ভূল তথ্য থাকলে,  সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ করছি। তোফাজ্জল হোসেন  01874489751, tofazzalhossain1999@gmail.com