শিরোনাম
খাদ্য বান্ধব কর্মসূচির সুবিধাভোগীদের জন্য জরুরী ঘোষনা ।
বিস্তারিত
খাদ্য বান্ধব কর্মসূচির সুবিধাভোগীদের জন্য জরুরী ঘোষনা ।
চর উজিলাব ইউনিয়নের যে সকল ব্যাক্তি খাদ্যবান্ধব কর্মসূচীর ১০ টাকা মূল্যের চাল পেয়ে থাকেন তাদের প্রত্যেকের কার্ডটি অনলাইন করতে হবে। আপনার পরিবারের কোন সদস্য যদি উক্ত ভাতাভোগী হয়ে থাকেন তাহলে ১৫/০৮/২০২২ ইং তারিখের মধ্যো চর উজিলাব ইউনিয়ন ডিজিটাল সেন্টারেে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
অনলাইন করার জন্য প্রয়োজন হবেঃ
১। নির্ধারিত কার্ড/ বই।
২। জাতীয় পরিচয় পত্র এর ফটোকপি।
৩। স্বামী/ স্ত্রী উভয়ের জাতীয় পরিচয় পত্র এর ফটোকপি
৪। একটি চলমান মোবইল নম্বর ও মোবাইল সঙ্গে আনতে হবে ।
বি:দ্রঃ কার্ডধারী ব্যক্তির অনলাইনের সময় স্ব-স্বরীরে উপস্থিত হইতে হইবে।